Breaking
24 Dec 2024, Tue

ফিট ইন্ডিয়া রান

জেএনএফ ওয়েব ডেস্ক:-স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি র ব্যবস্থাপনায় ও নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে‌। শনিবার  সকালে এই দৌড়ের সূচনা হয় কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে এবং শেষ হয় জলপাইগুড়ি  রাজবাড়ির সামনে।  সংস্থার ২০ থেকে ২২জন সদস্য এই দৌড়ে  অংশগ্রহণ করেন। দৌড় শেষে রাজবাড়ি প্রাঙ্গণে ‘স্বাধীনতা আন্দোলন ও জলপাইগুড়ি’ বিষয়ে এক আলোচনা সভার  আয়োজন করা হয়।  বিশিষ্ট ইতিহাসবিদ সহ অন্নান্য রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রদোষ কুসুম দাস, সহ সভাপতি মিহির ব‍্যানাজি, ওএসডি নেহেরু যুব কেন্দ্র এনটি শেরপা , ভাস্কর দাস সম্পাদক এন টি সি জে সহ অন‍্যান‍্যরা।

Developed by