Breaking
24 Dec 2024, Tue

দিনহাটার শালমারায় তৃণমূল এর কোন্দলের জেরে বোমাবাজি, আহত ১, উদ্ধার দুটি তাজা বোমা

জেএনএফ ওয়েব ডেস্ক : দিনহাটার শালমারায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক বোমাবাজি। উত্তপ্ত গোটা এলাকা। জানা যায়, গতকাল রাতে দিনহাটা নাজির হাট ২ নম্বর গ্রাম পঞ্চায়তের অন্তর্গত শাল মারা এলাকায় তৃনমূলের ২ গোষ্ঠীর মধ্যে দন্দ চরমে ওঠে। যার ফলে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ।জানা যায়, গতকাল নাজির হাট ২ নম্বর গ্রাম পঞ্চায়তের অন্তর্গত শাল মারা এলাকায় তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় বোম, লাঠি, আগ্নেয়াস্ত্র, তীর ধনুক নিয়ে তারা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছিল বলে অভিযোগ।দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সদস্য মনভলা রায়ের অভিযোগ, দল বিরোধী তরনিকান্ত বর্মণের নির্দেশে কিছু দুষ্কৃতী ঐ অঞ্চলে কিছু দিন থেকে বোমাবাজি, তীর ধনুক, বল্লম নিয়ে উত্তেজনার সৃষ্টি করছে এবং প্রানে মারার হুমকি পর্যন্ত দিয়েছে বলে অভিযোগ। গতকাল তাদের মারতে আসলে সাধারণ জনগন তাদের পাকড়াও করে এবং তাদের মারধর করে। তিনি আরও অভিযোগ করে বলেন, তরনিকান্ত বর্মণ শান্ত শালমারাকে অশান্ত করতে উদ্যোগী হয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু তিনি চান শান্ত শালমারা যেন শান্তই থাকে।

Developed by