Breaking
25 Dec 2024, Wed

দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী!

জেএনএফ ওয়েব ডেস্ক :-এবার দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী। আর লক্ষী ভান্ডারে লক্ষী। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার ঘটনার।ঘরে ঘরে নিশ্চিত আয় , লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে এবার স্বয়ং
মুখ্যমন্ত্রী ও দেবী লক্ষ্মী ঘুরে দেখছেন দুয়ারে সরকার কর্মসূচীর ফর্ম ফিলাপ। এমন বিরল চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজ নদীয়া জেলার ফুলিয়াবিদ্যামন্দির হাইস্কুলে , ফুলিয়া টাউনশি পঞ্ছায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি চলছে।তবে মুখ্যমন্ত্রী ও মা লক্ষ্মীর বেশে এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন দুই বঙ্গতনয়া। তবে মর্তের লক্ষ্মীদেবী জানাচ্ছেন তিনি স্বর্গ থেকে মর্তে এসেছেন
লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ ঠিকঠাক হছহে কিনাতা দেখতে। এবং মানুষের উচ্ছাস দেখে খুব খুশি মা লক্ষ্মী । এই ক্যাম্পে এসে মুখ্যমন্ত্রী বলেছেন , আমার প্রকল্পগুলি যেমন – লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী কার্ড, কন্ন্যাশ্রী সবুজ
সাথী এগুলি ঠিকঠাক ভাবে হছহে কিনা তা খতিয়ে দেকছি আমি। নদিয়া জেলায় এমন এক অভিনব দুয়ারে সরকার অনুষ্ঠানে এমন পরিবেশ পেয়ে স্বভাবতই খুশি দুয়ারে সরকার ক্যাম্পে আশা প্রত্যেকটি মানুষ।

Developed by