Breaking
25 Dec 2024, Wed

জখম অবস্থায় উদ্ধার এক মহিলা কনস্টেবল উদ্ধার ,তদন্তে পুলিশ !

জেএনএফ ওয়েব ডেস্ক:-কর্তব্যরত অবস্থায় জখম হয়েছেন এক মহিলা কনস্টেবল উদ্ধার। চোপড়া থানা এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান, চোপড়া এক মহিলাকে নিয়ে চোপড়া থেকে ইসলামপুরে আসছিল। কিভাবে উনি জখম হলেন পুলিশ খতিয়ে দেখছে। উচ্চ পদস্থ আধিকারিকদের ঘটনার তদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনায় মহিলা কনষ্টেবল আহত হতে পারে।চোপড়া থানায় কর্মরত মহিলা মালতি রায় নামে এক মহিলা কনষ্টেবলকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। আহত মহিলা কনষ্টেবলকে দেখতে স্থানীয় মানুষকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ইসলামপুর হাসপাতালে পৌছায়। অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানান, মহিলা কনষ্টেবল কিভাবে জখম হলেন তা খতিয়ে দেখতে উচ্চপদস্থ কর্তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনায় মহিলা কনষ্টেবল জখম হয়েছেন।

Developed by