Breaking
25 Dec 2024, Wed

জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে কোচবিহার থেকে ১৪ জনের একটি দল


জেএনএফ ওয়েব ডেস্ক: শারীর শিক্ষার ভিত্তি মজবুত করতে ও আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে দীর্ঘ ২০ বছর ধরে ক্যারাটে করিয়ে আসছেন কোচবিহারের ক্যারাটে জগতের পরিচিত মুখ সেন্সাই বিশু রায়। এবারে তার তত্ত্বাবধানে ও পরিচালনায় কোচবিহার থেকে ১৪ জনের একটি ক্যারাটে জাতীয় স্তরের খেলায় অংশ নিতে যাচ্ছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে দীঘায়।এদিন  ক্যারাটে মাস্টার সেন্সাই বিশু রায় বলেন, আজ কোচবিহার এবং দিনহাটা থেকে প্রায় ১৫ জনের একটি দল জাতীয় ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে। এদের মধ্যে ৪ জন রাহুল বাজফোর, মৌসুমী খাতুন, পুজা দাস ও ঋতিকা পাল। এছাড়াও সাধারণ বেল্ট থেকে ১০ জন স্নেহা সরকার, মায়া থাপা, সঙ্গিতা সামন্ত, লাবনি রায়, তনুশ্রী বর্মণ, জয়দেব বর্মণ, তন্ময় বর্মণ, অনামিকা বর্মণ, রাজু বর্মণ, জয়ন্ত বর্মণ, পুজয়ি রায় প্রমুখ।কোচবিহার জেলার মূলত দুটি শাখা থেকে এই অংশগ্রহণকারীরা খেলতে দীঘায় যাচ্ছেন। তিনি আরও জানান, করোনা মহামারীর জেরে দীর্ঘদিন থেকেই তাদের অনুশীলন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু পারফরম্যান্সকে ধরে রাখার জন্য তারা প্রতিদিন সকালে জেলাশাসক দপ্তরের সামনে তারা তাদের এই অনুশীলন চর্চা চালিয়ে যাচ্ছে।ক্যারাটে একটি আঘাতের কৌশল যেটি ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের আঘাত ও মুক্তহস্ত কৌশল যেমন ছুরিহস্ত ব্যবহার করে। কিছু স্টাইলে আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাঁধা, আছাড় এবং অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। ক্যারাটে শেখার উপকারিতা অনেক। ক্যারাটে হলো ৫০% হাতের কাজ ও ৫০% পায়ের কাজ। এটাতে আত্মরক্ষা করার কৌশল শেখায় বেশি। এতে মনোবল অনেক বাড়ে এবং আত্মরক্ষার ক্ষেত্রেও এটি অনেক সাহায্য করে।

Developed by