Breaking
25 Dec 2024, Wed

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ খাটাল উচ্ছেদ করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ খাটাল উচ্ছেদ করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার জনৈক অমিতাভ ঘোষ দীর্ঘদিন ধরে খাটাল তৈরি করে মহিষ পুষতেন বলে অভিযোগ। খাটালের গন্ধে এলাকায় দুষন ছড়াচ্ছে- এই অভিযোগ অনেকবার পুরসভায় করা হয়েছে এলাকাবাসীদের একাংশের পক্ষ থেকে বলে খবর। পাশাপাশি অভিযোগ জানানো হয় জেলা পুলিশ সুপারের কাছেও। শুক্রবার কোতোয়ালী থানার আই,সি অর্ঘ সরকার সহ পুলিশ বাহিনী খাটালে হানা দিয়ে তিনটি পুর্ণ বয়স্ক মহিষ ও তিনটি বাছুর সরিয়ে দিয়ে খাটাল উচ্ছেদ করে। অভিযোগকারিণী চন্দ্রিমা বোস বলেন, দীর্ঘদিন থেকেই সমস্যা। খাটাল সরানোর বিষয়ে কিছু বললে তাদেরকে নিয়মিত হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।  আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হবার পরেই খাটাল এদিন উচ্ছেদ করে পুলিশ । অন্যদিকে খাটালের মালিক অমিতাভ ঘোষ বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। কোন হুমকি কাউকে দেওয়া হয়নি বলে জানান তিনি।

Developed by