Breaking
24 Dec 2024, Tue

হারিয়ে যায়নি এখনও মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব , দরিদ্র ও অসুস্থ ব্যক্তি পথে কুড়িয়ে পাওয়া টাকা জমা দিলেন থানায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- হারিয়ে যায়নি এখনও মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব। তারই প্রমাণ মিলল শুক্রবার জলপাইগুড়িতে।  দরিদ্র ও অসুস্থ ব্যক্তি পথে কুড়িয়ে পাওয়া টাকা জমা দিলেন থানায়। শুক্রবার দিনবাজার কালীবাড়ি এলাকা থেকে রাজবাড়ী পাড়ার জনৈক শংকর চ্যাটার্জী পাঁচ হাজার ৩৪০ টাকা কুড়িয়ে পান। তিনি সে টাকা নিজের কাছে না রেখে ফেরত দিলেন থানায়। শংকর বাবু বলেন কার টাকা জানিনা। তবে আমি চাই সঠিক ব্যক্তির কাছে এই টাকা পৌঁছাক। আর তার জন্যই আমি এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় টাকাটি জমা দিয়েছি। আমাকে থানা থেকে একটি রিসিভ কপি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Developed by