Breaking
24 Dec 2024, Tue

দিনে দুপুরে এক স্কুলছাত্রীর কাছ থেকে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং নথিপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য!

দিনে দুপুরে এক স্কুলছাত্রীর কাছ থেকে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং নথিপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ থানায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রামনগর কৃষ্ণ কালিতলা এলাকায়। সূত্রের খবর কৃষ্ণ কালিতলার বাসিন্দা নেকমালী শেখ। পেশায় তাঁতি। জানা যায় এদিন তার মেয়ে রুপসা খাতুনের কাছে কুড়ি হাজার টাকা নগদ দিয়ে ব্যাংকে জমা দিতে বলে। সেইমতো একাদশ শ্রেণীর ছাত্রী রুপসা খাতুন সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে ব্যাংক এর উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ কৃষ্ণ কালিতলা কাছে আসতেই পিছন থেকে বাইকে করে দুই যুবক হঠাৎ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। জানা যায় ওই ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং ব্যাংকের নথিপত্র ছিল।তবে চিৎকার-চেঁচামেচি করার আগেই বাইকের গতি বাড়িয়ে উধাও হয়ে যায় ওই দুই ছিনতাইকারী। এরপরই ওই স্কুলছাত্রী পরিবারকে জানালে পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। যদিও দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Developed by