Breaking
24 Dec 2024, Tue

কল্যাণী ইন্ডিয়ান অয়েল গেটের সামনে তৃনমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ

জেএনএফ ওয়েব ডেস্ক:-নদীয়ার কল্যাণী ইন্ডিয়ান অয়েল গেটের সামনে তৃনমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ।৩৮মাস হয়ে গেলেও বেতন চুক্তি হচ্ছে না,এছাড়াও একাধিক দাবি দাবা নিয়ে  গেটের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ কারিরা জানায় কর্তৃপক্ষের কাছে বার বার আমাদের দাবি জানানো সত্ত্বেও কোন গুরুত্ব দিচ্ছে না ,তাই বাধ্য হয়ে এই আন্দোলনের পথ বেছে নিয়েছি,এর পর যদি আমাদের দাবি না মানে তবে বৃহত্তর আন্দোলনের পথে যাবো আমরা। এছাড়াও আমাদের পরিবারের সদস্যদের নিয়ে এই গেটের সামনেই অবস্থান বিক্ষোভ করবো।
আমরা চাই অভিলন্বে আমাদের দাবি গুলো কর্তৃপক্ষ মেনে নেয়।
এই বিক্ষোভের ফলে ক্ষতির মুখে পড়তে পারে সাধারণ মানুষ এমনটাই মনে করা হচ্ছে।

Developed by