Breaking
25 Dec 2024, Wed

পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোর সকালে পাঞ্জিপাড়া বাজারের দাঁড়িয়ে ছিল ধৃত তিন যুবক। পুলিশের সন্দেহ হলে ওই তিন যুবককে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিশের অনুমান ধৃতরা অন্য কারও অপেক্ষা করছিল। ধৃত তিন জনেরেই বাড়ি গোয়ালপোখর থানার পামল এলাকায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, পাঞ্জিপাড়া বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরে পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলে ছিল। পুলিশের তরফ থেকে একটি মোবাইল টিম গঠন করা হয়। আজকে পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসা বাদের ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানিয়েছে। ঘটনারতদন্তে শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

Developed by