জেএনএফ ওয়েব ডেস্ক :- জেল থেকে ছাড়া পেলেন নারায়ণী সেনার বাকি ৫০ জন সদস্য। বৃহস্পতিবার জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে থেকে ছাড়া হয় তাদের। এদিন জেইল চত্বরে উপস্থিত হন বিজেপির জেলা সহ সভাপতি অলক চক্রবর্তী ও লভ্যার্থি যোজনার কনভেনর শ্যাম প্রসাদ। শাসক দল তৃণমূলের ওপর ক্ষোভ উগরে দিলেন তারা। বলেন, পরিকল্পিতভাবেই পুলিশ এই ছেলেদের জেলে পুড়েছে। উল্লেখ্য, ২৭৩ জন নারায়ণী সেনার মধ্যে আগেই ২২৩ জনের জমিন হয়েছিল। কিন্তু বাকি ছিলেন ৫০ জন। ১৪ দিন পর জেল থেকে মুক্তি দেওয়া হয় তাদের।