Breaking
24 Dec 2024, Tue

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া  ১৪ হাজার ৮০ বোতল কাফ সিরাপ সহ কনটেইনার আটক চাকুলিয়া থানার পুলিশের

জেএনএফ ওয়েব ডেস্ক :-পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সন্দেহে ১৪ হাজার ৮০ বোতল কফ সিরাপ সহ কনটেইনার আটক করলো উত্তর দিনাজপুর জেলার  চাকুলিয়া থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়কে বারোদিয়া লক্ষ্মী হোটেলের কাছে বিহারের কিষানগঞ্জ চুড়িপট্টির বাসিন্দা অজয় শা নামের এক ব্যাক্তি সহ কফ সিরাপ বোঝাই কনটেইনার আটক করে চাকুলিয়া থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের পুলিশসুপার শচীন মক্কর জানিয়েছেন এই কনটেইনারের ভেতরে ১৪ হাজার ৮০ বোতল কফ সিরাপ ছিল। কি উদ্দেশ্যে এই কফ সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তা জানতে কনটেইনারের সঙ্গে আটক ব্যাক্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by