Breaking
24 Dec 2024, Tue

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠলো হাট কমিটির বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :- অবৈধভাবে প্রাচীন তল্লি গাছ কাটার অভিযোগ ওঠলো চৈতন্যের হাট বাজার কমিটির বিরুদ্ধে। যদিও হাট কমিটির দাবি বাজারে মন্দির উন্নয়ন ও বিদ্যুতিক তারের সমস্যার জন্য গাছ গুলো কাটা হয়েছে।জানা যায়, মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৈতন্যের হাট এলাকায় দুটি প্রাচীন গাছ ছিল কিন্তূ বর্তমানে সেই গাছ গুলোকে কেটে ফেলা হয়েছে বাজার কমিটির সিদ্ধান্তে।5ই জুন থেকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত গাছ কাটার নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও বাজার কমিটি কিভাবে দুটি প্রাচীন তল্লি গাছ কাটতে পারেন তা নিয়েও প্রশ্ন করছেন অনেকেই।
চৈতন্যের হাট নাগরিক কমিটির সদস্য বিপ্লব
সরকার বলেন এভাবে প্রাচীন গাছ কাটা একদম উচিত নয়। আমরা বাজার কমিটির সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাই।এইবিষয়ে চৈতন্যের হাট বাজার কমিটির সদস্য রজনী সরকার বলেন গাছ দুটির জন্য বেশ কয়েকবার অনেকেই আহত হয়েছেন। তাছাড়া বাজারের মন্দির সংস্কারের জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে গাছ কেটে ফেলা হয়েছে।
এব্যাপারে মাথাভাঙ্গা রেঞ্জ আধিকারিক সজল পাল বলেন বিষয়টি আমাদের জানানো হয় নি খোজ খবর নিয়ে দেখছি ।

Developed by