Breaking
24 Dec 2024, Tue

প্রবল বৃষ্টির মাঝে লটারীর দোকানে চুরির ঘোকসাডাঙ্গার লতাপাতা পঞ্চায়েতের কুশিয়ারবাড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক:- লটারীর দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা দুই নং ব্লকের লতাপাতা পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি বাজারে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ ভোর রাতে প্রবল বৃষ্টি থাকার সুযোগকে কাজে লাগিয়ে দোকানের টিন কেটে ঘরে ঢোকে একদল চোর। তারপর ওই হোলসেল লটারির দোকান থেকে নগদ ১০ হাজার টাকা সহ একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। রাতে সিভিক পুলিশ থাকা সত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন করছেন অনেকেই।
এবিষয়ে দোকানের মালিক রতন মন্ডল বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বৃহঃস্পতিবার সকাল ১১টা নাগাদ দোকান খুলে দেখেন তার দোকানের চালের টিন কাটা এবং তার ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা এমনকি ল্যাপটপটি ও নেই ।এই চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Developed by