জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বৈঠক করল জলপাইগুড়ি জেলা শাসক এবং পুরসভার সাথে। বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, দুই ভাইস চেয়ারম্যান সন্দ্বীপ মাহাতো ও সৈকত চ্যাটার্জী, এসজেডিএ ও পুরসভার অন্যান্য সদস্যরা। বৈঠকের পর এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, পুরসভার বেশকিছু প্রস্তাব ছিল কাজ নিয়ে। সেই মতো ইতিমধ্যে সাতটি রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে। ৪৫ লক্ষ টাকার নিচে ছোট কাজগুলো করবে পুরসভা এবং ৪৫ লক্ষ্যের ওপরের বড় কাজগুলো দেখবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। পুরসভা এলাকায় জল নিষ্কাশনির জন্য যাদবপুর ইউনিভার্সিটির সহযোগিতা নেওয়া হবে বলে জানান সৌরভ বাবু।