Breaking
24 Dec 2024, Tue

দলকে দুর্নীতিমুক্ত করতে তৎপর তৃণমূল

জেএনএফ ওয়েব ডেস্ক :-দলকে দুর্নীতিমুক্ত করতে তৎপর তৃণমূল। এবার দলের নিচু তলার থেকে উপরে তলার কর্মীরা কোনরকম দুর্নীতি করছে কিনা এবং সাধারণ মানুষ কি অভিযোগ করছেন তারই সমাধানে তৎপর হল নদীয়ার কৃষ্ণনগর তৃণমূল জেলা সাংগঠনিক। বুধবার নদীয়া কৃষ্ণনগরে  কৃষ্ণনগর তৃণমূল জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন। কৃষ্ণনগর তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি জয়ন্ত সাহা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে যেভাবে একের পর এক সাধারণ মানুষের জন্য কর্মযজ্ঞ করে চলেছে তারই ফলস্বরূপ বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করবে এ রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ অনুযায়ী দলের যারা নিচু তলার থেকে উপরে তলার কর্মী রয়েছে তারা যেন কোনরকম দুর্নীতির সাথে যুক্ত না থাকে। প্রত্যেককে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, তাই কোনো কর্মীর উপরে যদি অভিযোগ উঠে আসে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণেই সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্যই এই কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। সাধারণ মানুষ তাদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই কমপ্লেন বক্সে। এরপর দলের শীর্ষ নেতৃত্বরা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করবে।

Developed by