Breaking
24 Dec 2024, Tue

দিলীপ কীর্তনীয়া খুনের মামলায়  চাকদহ এনায়েতপুর  সিবিআই এর প্রতিনিধিদল

জেএনএফ ওয়েব ডেস্ক :-রাজ্যে বিধানসভা
ভোট-পরবর্তী হিংসায় বাড়ির সামনেই খুন হয় বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়া।৩১বছরের দিলীপ কীর্তনীয়া খুনের ঘটনায় এখনো শোকের ছায়া চাকদহ এনায়েতপুর মণ্ডলপাড়ায়।দিলীপের বাড়ির  লোকেদের অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারাই খুন করেছে দিলীপ কীর্তনীয়াকে।হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তভার দেওয়া হয়েছে CBI কে।দিলীপ কীর্তনীয়া খুনের মামলায় বুধবার চাকদহ এনায়েতপুর মণ্ডলপাড়ায় দিলীপ কীর্তনীয়ার বাড়িতে আসেন CBI এর প্রতিনিধিদল।খুনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তদন্তকারীরা।১৭ই এপ্রিল চাকদহ বিধানসভা কেন্দ্রে ভোটের দিন রাত্রে বাড়ির সামনে খুন হন বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়া। অভিযোগের তীর  তৃণমূল আশ্রিত  গুন্ডাদের বিরুদ্ধে। বুধবার দিলীপ কীর্তনীয়ার বাড়িতে এসে তদন্ত করেন সিবিআই কর্তারা। এ বিষয়ে CBI এর তদন্তকারী দল কিছু না জানালেও।দোষীদের চরম শাস্তি দাবি করেছেন দিলীপ কীর্তনীয়ার পরিবার।

Developed by