Breaking
23 Dec 2024, Mon

চাকরির দাবিতে লাঙল হাতে আন্দোলনে নেমে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি !

জেএনএফ ওয়েব ডেস্ক  ঃ- চাকরির দাবিতে লাঙল হাতে আন্দোলনে নেমে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিল জলপাইগুড়ি ল্যাণ্ডলুজার কমিটি। মঙ্গলবার শহর জুড়ে লাঙল হাতে মিছিল করে জেলা শাসক দফতরে হাজির হয় ল্যাণ্ডলুজার কমিটির সদস্য সদস্যারা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। জেলা শাসকের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরে ঢুকে পড়ল আন্দোলন কারী জমিহারা ল্যাণ্ডলুজার কমিটির সদস্য সদস্যরা৷ এরপর কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার ও পুলিশ বাহিনীর চেষ্টায় আন্দোলনকারীদের জেলা শাসক দফতরের ভিতরে আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হলেন ল্যাণ্ডলুজার কমিটি। তাদের দাবি, বামফ্রন্ট আমলে সকলের জমি দিয়েছিল রাজ্য সরকার। তিস্তা সেচ প্রকল্প ও সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজে জমি ব্যবহার কর। সেই সময় চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল সঙ্গে ল্যাণ্ডলুজারদের সার্টিফিকেট দেওয়া হয়। অনেকের চাকরি হলেও এখনো প্রায় তিনশো জমিহারার চাকরি হয়নি। লাঙল আছে জমি নেই এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনে সামিল হলেন জমিহারারা। কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, “জমি নিয়েছে আমাদের কাছ থেকে। সরাসরি চাকরি চাকরি দিতে হবে। আশ্বাস নয় আমাদের চাকরি লাগবে।  প্রয়োজনে মারমুখী আন্দোলন হবে আমরা এখানেই বিষ খেয়ে আত্মহত্যা করব।”

Developed by