Breaking
23 Dec 2024, Mon

৫১২ বছরের জলপাইগুড়ির রাজবাড়ির দূর্গাপূজার কাঠামো পূজা শুরু

জেএনএফ ওয়েব ডেস্ক :-  মঙ্গলবার  নন্দ উৎসবের সূচনা হল জলপাইগুড়ির ঐতিহ্য বাহী রাজবাড়িতে। ৫১২ বছরের জলপাইগুড়ির রাজবাড়ির দূর্গাপূজার কাঠাম পূজা শুরু হল কাদা খেলার মধ্যে দিয়ে। জন্মষ্টমীর পরের দিন শ্রীকৃষ্ণ প্রথম কাদা খেলেছিল আর সেদিন থেকে রাজপরিবারের সদস্যরা এই কাদা খেলার কাদা দিয়ে দূর্গা প্রতিমার কাঠাম বানানোর জন্য ব‍্যবহার করে। তাই এদিন ঢাক ,কাসর বাজিয়ে ছোটরা  নিয়ে কাদো খেলার আয়োজন করেছেন রাজবাড়ির সদস্যরা। এই উৎসবকে নন্দ উৎসব ও বলা হয়। এই কাদার মাটি দিয়ে আজ থেকেই দূর্গা প্রতিমার গড়ার কাজে ব‍্যবহার করেন। এই রীতি নিয়ম বংশপরমপরায় মেনে চলে আসছেন রাজবাড়ির সদস্যরা। এখন বর্তমান সদস্য প্রণতো কুমার বসু এই কাদা খেলার আয়োজন করে। তাকে সাহায্য করে বর্তমান রাজ পুরোহিত শিবু ঘোষাল। আজ থেকেই শুরু হল কাঠাম পূজার। আর কিছু দিনে পুরো দূর্গা ঠাকুরের কাঠামোর সাথে সাথে মূর্তিও তৈরি হবে জানান  পুরোহিত শিবু ঘোষাল।কালিকাপূরাণ মতে তাদের এই পূজা হয়।

Developed by