Breaking
23 Dec 2024, Mon

ভয়াবহ আগুন ৭টি দোকানে

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভয়াবহ আগুনে মোট সাতটি দোকান পুরে ছাই জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনারস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মাথায় হাত৷স্থানীয় সুত্রে খবর আজ ভোড় রাত নাগাত হটাৎ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এলাকার মোট ১০টি দোকানের মধ্যে সাতটি দোকেনে আগুন লেগেছে৷ খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশকে। দমকলের মোট দুটি ইঞ্জিন ঘটনারস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর আগেই দোকানগুলিতে থাকা সমস্ত সামগ্রী পুরে ছাই হয়ে গেছে৷ দমকল ও স্থানীয়দের অনুমান বিদ্যুতের সটসারকিট থেকে আগুল লাগতে পারে৷এই ভয়াবহ আগুনে সাতটি দোকানের মালিকদের মাথায় হাত পরেছে। এরপর তাদের সাংসার কি করে চোলবে সেটা ভেবে পাচ্ছেনা ব্যবসায়ীরা৷

Developed by