জেএনএফ ওয়েব ডেস্ক : গত শুক্রবার চোলাই মদ অভিযানে বড়সড় সাফল্য পেল সাঁকরাইল থানার পুলিশ। সাঁকরাইল থানার পুলিশ বেআইনি চোলাই মদ তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল মহাদেব সাহু, রবীন্দ্র পাত্র, শক্তি গোঠুয়া। সাঁকরাইল থানার অন্তর্গত মহাদেবের বাড়ি নেপুরা, রবীন্দ্রের বাড়ি নারদা, শক্তির বাড়ি কোকুয়া গ্রামে। তাদের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ আক্টের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা বিচারক ঋষি কুশারী ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন।