জেএনএফ ওয়েব ডেস্ক : গত শুক্রবার চোলাই মদ অভিযানে চোলাই মদ অভিযানে একজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। বেআইনি চোলাই মদ তৈরির অভিযোগে ঝাড়গ্রাম শহরের বেনেগেড়িয়া থেকে সুকুমার মাণ্ডিকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা বিচারক ঋষি কুশারী ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন।