Breaking
23 Dec 2024, Mon

ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় বড়সড় সাফল্য পেল নয়াগ্রাম থানার পুলিশ! গ্রেফতার মোট ৮ জন


জেএনএফ ওয়েব ডেস্ক : ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় বড়সড় সাফল্য পেল নয়াগ্রাম থানার পুলিশ। ঘটনার মূল চক্রী সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নয়াগ্রাম থানার রামেশ্বর মন্দির এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হল, প্রকাশ কুমার প্রসাদ, সাজু খান এবং রঞ্জিত মল্লিক। প্রকাশের বাড়ি বিহারের বিথুনায়। সাজুর বাড়ি খড়গপুর টাউন থানার অন্তর্গত বালুবস্তি রহমত নগর এলাকা এবং রঞ্জিতের বাড়ি নয়াগ্রাম থানার নেকড়াশোল গ্রামে। শনিবার ধৃত তিনজনকে ঝাড়গ্রামের এসিজেএম বিচারক ঋষি কুশারীর এজলাসে তোলা হয়। বিচারক জামিন খারিজ করে তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার সকালে ব্যাঙ্ক ডাকাতি করতে আসা নয়াগ্রামে সোমনাথ চট্টোপাধ্যায়, সোনু সিং, আশরফ আলি মল্লিক, সেখ শামিম এবং সেখ ফিরোজকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই পাঁচজনকে জিজ্ঞাসা করে আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নয়াগ্রামে একাধিক ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করে বিহার থেকে প্রকাশকুমার প্রসাদকে ভাড়া করে এনেছিল দলটি। এর ফলে নয়াগ্রামে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টাকে আটকাতে পারল নয়াগ্রাম থানার পুলিশ।

Developed by