Breaking
1 Nov 2024, Fri

তিস্তায় হলুদ সংকেত জারি!

জেএনএফ ওয়েব ডেস্ক :- পাহাড়ে লাগাতার বৃষ্টি। অসংরক্ষিত এলাকায় তিস্তা থেকে দোহমনী বাংলাদেশ বর্ডার পর্যন্ত হলুদ সংকেত জারি করল জলপাইগুড়ি সেচ দফতর। নদীর বাঁধের বাড়তি নজরদারি চলছে। শহরের জুবলি পার্ক এলাকায় জল বেড়েছে। কিন্তু পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয়। শনিবার সকাল থেকে দফার দফায় জল ছাড়া হয়। তিস্তা সেতুর দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় জল অনেকটা বেড়েছে। সকাল থেকে দফায় দফায় ব্যারাজ থেকে জল ছাড়া হলেও দুপুর ১২টায় ২৭৮৮.৫১ কিউমেক জল ছাড়া হয়েছে। এদিন দুপুর  বারোটার পর থেকে হলুদ  সংকেত জারি করল সেচ দফতর। অন্যদিকে সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। এদিকে সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুশান্ত কুমার রায় বলেন,, সব চেয়ে মালবাজারে ১৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে । পাশাপাশি ব‍্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে।

Developed by