Breaking
23 Dec 2024, Mon

কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে শুভসূচনা শান্তিপুর স্টেশনে

জেএনএফ ওয়েব ডেস্ক :-কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে শুভসূচনা শান্তিপুর স্টেশনে। উল্লেখ্য গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবিতে। আজ তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো শান্তিপুর ফ্রেন্ড স্টেশন থেকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান,, কৃষকদের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা তার। কারণ লোকাল ট্রেনে ভ্যানডার বগিতে করে কৃষকদের এতদিন যাতায়াত করতে হতো জেলার বিভিন্ন প্রান্তে। যার কারণে খুবই উদ্বেগের মধ্যে পরত কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল এরপরেই আমি তৎপর হয়ে রেল দপ্তরে একটি চিঠি করেছিলাম। রেলের পক্ষ থেকে তার সারা মেলায় এখন তা বাস্তবায়িত হলো। আমি রেল দপ্তরের কাছে খুবই কৃতজ্ঞ বলে মনে করছি কারণ কৃষকদের কথা মাথায় রেখেই রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়। এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে শান্তিপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার। রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে।

Developed by