Breaking
14 Jan 2025, Tue

বিজলিমুণি থেকে কোটি টাকার হেরোইন ও নগদ টাকা সহ গ্রেফতার ৪

জেএনএফ ওয়েব ডেস্ক:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণিতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি ছোট গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ হেরোইন সহ নগদ টাকা। এররেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রাজু গুরুং(৩০),সঞ্জিব গুরুং(৩৩),প্রভাস মন্ডল(৪২),
স্বপন মন্ডল(৩৫)। রাজু ও সঞ্জিব সেনাপদ ডিমাপুর এবং প্রভাস ও স্বপন কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে ২ কেজি হেরোইন ও নগদ ১৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবং হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে হেরোইন গুলো মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িদুটি আটক করেছে পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Developed by