Breaking
1 Nov 2024, Fri

দুর্গা পূজার কাউন্টডাউন শুরু বড় বাজেটের প্রতিমা অর্ডার নেই এখনও, নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎ শিল্পীদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ!

জেএনএফ ওয়েব ডেস্ক :-মৃৎ শিল্প মানেই নদিয়ার কৃষ্ণ নগর আর কৃষ্ণ নগর মানেই মাটির পুতুল এবং মাতৃ মূর্তির অপূর্ব সাজ । মাতৃ মূর্তির সাজের উৎকর্ষতা ও রূপ লাবন্যের বহরে ও বাহারে যেন প্রতিবছরই একে অপরকে টেক্কা দেয় । কিন্তু সাম্প্রতিক করোনা প্রেক্ষাপটে এবছর কৃষ্ণ নগর ঘূর্ণির পুতুল পট্টির চাল চিত্র টা কেমন ? সেটা জানার জন্য আমরা বেশ কিছু মৃৎ শিল্পের কারখানায় পা দিতেই দেখলাম নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া অঞ্চলের বিশিষ্ট তাঁত শিল্পী শ্রী বীরেন বসাকের বাড়ীর মাতৃ মূর্তি তৈরির প্রস্তুতি চলছে সুবীর পালের কারখানায় । সুবীর পাল আমাদের সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে জানালেন এই ধরনের আকৃতিতে বড়ো ধরনের মাতৃ মূর্তি তিনি খুব কম নির্মাণ করেন , তার প্রধান কাজ মডেল ও স্ট্যাচু তৈরি করা । আমারও তার কারখানায় বিভিন্ন মনীষীর স্ট্যাচু ও মডেল থেকে শুরু করে বিভিন্ন প্রকার শৈল্পিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করলাম । এবং আরো অন্যান্য কারখানায় মৃৎ শিল্পের খবরাখবর নিতেই কোনো শিল্পী জানালেন গতবছরে নির্মিত প্রতিমা এখনো কারখানায় পড়ে আছে আবার মৃৎ শিল্পী শঙ্কর পাল থেকে শুরু করে অনেকেই জানালেন এবছর মাতৃ মূর্তি তৈরির অর্ডার অন্যান্য বছরের তুলনায় অনেক কমেছে । তবে এখনই আশা ছাড়তে তারা নারাজ , কারণ হাতে এখনো সময় আছে । এখনো প্রতিমা তৈরীর অর্ডার আসবে বলে তারা আশাবাদী ।

Developed by