Breaking
23 Dec 2024, Mon

সেভ ড্রাইভ সেফ লাইফের বার্তা নিয়ে রাজ্য ছাড়িয়ে এবার ভীন রাজ্যে পাড়ি দিল জলপাইগুড়ির পাঁচ যুবক

জেএনএফ ওয়েব ডেস্ক:- সেভ ড্রাইভ সেফ লাইফের বার্তা নিয়ে রাজ্য ছাড়িয়ে এবার ভীন রাজ্যে পাড়ি দিল জলপাইগুড়ির পাঁচ যুবক। জলপাইগুড়ি তিস্তা থাম্পার্স ক্লাবের পাঁচ যুবক জলপাইগুড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার করতে আজ রওনা দিল সুদূর লাদাখে। এই পাঁচ যুবকে আজ সদর ট্রাফিক পুলিশের পক্ষথেকে জলপাইগুড়ি থানামোড়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এই সফরের জন্য শুভকামনা জানানোর জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। যাতায়াতে দীর্ঘ প্রায় ৭৫০০ কিলোমিটার পথ মোটর সাইকেল চালিয়ে এই পাঁচ যুবক প্রায় ২০-২২ দিনপর তাদের সফর শেষ করে ফের জলপাইগুড়িতে ফিরে আসবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষথেকে।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তরদিনাজপুরের ইসলামপুর এলাকায় এই পাঁচ যুবকের বাড়ি।

Developed by