Breaking
24 Dec 2024, Tue

ভিস্তাডোম কোচের যাত্রা শুরু হল

জেএনএফ ওয়েব ডেস্ক :-অবশেষে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করলো বহু প্রতীক্ষিত ভিস্তাডোম কোচ। শনিবার সকালে নারকেল ফাটিয়ে সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রা শুরু করলেন আলিপুরদুয়ারের সংসদ জন বারল। জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ রেলের কাটিহার ডিভিশনের DRM শুভেন্দ্র কুমার চৌধুরী ও আলিপুরদুয়ারে DRM দিলীপ কুমার। জানা গেছে সপ্তাহে তিনদিন নিউ জলপাইগুড়ি থেকে আলিপুর পর্যন্ত পৌঁছে যাবে এই ট্রেন। টুরিস্ট স্পেশাল ট্রেনের নাম দিয়ে মোট পাঁচটি কোচ রয়েছে এই ট্রেনে। যার মধ্যে রয়েছে দুটি বাতানুকুলিত কোচ, দুটি চেয়ার কার ও  ১ টি ভিস্তাডোম। এদিন প্রথমদিন ট্রেনের কোচের সমস্ত সিট বুকিং হয়ে যায়।

Developed by