জেএনএফ ওয়েব ডেস্ক : কথা দিলে কথা রাখেন তিনি। তিনি আর কেউ নন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন পেরিয়ে চারে পা দিয়েছে আমাদের জেলা ঝাড়গ্রাম। ২০১৭ সালের ৪ এপ্রিল জেলা ঘোষণার মাহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন,‘নতুন জেলা ঝাড়গ্রামকে একটি উপহার দিলাম বিশ্ববিদ্যালয়।’ যেমন কথা তেমনি কাজ। তারপর রাজ্য বিধানসভায় ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের জন্য আইন পাস হল। দ্রুতগতিতে চলেছে জিতুশোলে বিশ্ববিদ্যালয় ভবন তৈরির কাজ। মুখ্যমন্ত্রী তথা ঝাড়গ্রামবাসীর স্বপ্নের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে পথ চলা শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, খোলসা করে বললে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে থেকে শুরু হচ্ছে পঠন-পাঠন। কলা ও বিজ্ঞান বিভাগে ইংরেজি, সাঁওতালি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ও অঙ্ক চারটি বিষয়ে এমএ, এমএসসি ক্লাসের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। অস্থায়ী ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাজ চলছে ঝাড়গ্রাম রাজ কলেজ(মহিলা বিভাগের) চতুর্থ তলায়। ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয়কুমার পাণ্ডা পড়ুয়াদের ভর্তির প্রসঙ্গে বলেন,‘রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হবে। ফর্ম ফিলাপ চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০ সেপ্টেম্বর ভর্তির মেধা তালিকা প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ভর্তি হতে পারবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত ভর্তি চলবে এবং অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে আপাতত অনলাইনে ক্লাস শুরু হবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫টি করে আসন রয়েছে।’ বিশদে জানার জন্য দেখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.srcmuj.org