Breaking
24 Dec 2024, Tue

শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ির সমরনগর বটতালায় এটিএম ভেঙ্গে লুট করার চেষ্টা চালাল দুস্কৃতিরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে সকালে স্থানীয় বাসিন্দারা যখন টাকা তুলতে এটিএমএ যান তখনই বিষয়টি নজরে। এর পরেই তরীঘরী খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ও ব্যাঙ্ক কর্মীরা। এরপর ব্যাঙ্ক কর্মীরা বন্ধ করে দেয় এটিএম কাউন্টারটি। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও স্থানীয়দের অভিযোগ যে এর আগেও এই এটিএমটি লুট করার চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর ফের হল এই রকম ঘটনা।

Developed by