Breaking
24 Dec 2024, Tue

দিনহাটার মাতালহাটে ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী

জেএনএফ ওয়েব ডেস্ক : ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে পুলিশের হাতে আটক অভিযুক্ত ৩ দুষ্কৃতি। গতকাল দিনহাটা থানার পুলিশ ওই তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতিদের কাছ থেকে নগদ অর্থ, সোনার অলঙ্কার, মোবাইল শ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এছাড়াও ডাকাতির জন্য ব্যবহার করা একটি ছোট চার চাকার গাড়ি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যে ওই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ডাকাতি হওয়া সামগ্রী উদ্ধার করার ঘটনায় দিনহাটা থানার পুলিশের বড়সড় সাফাল্য বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তিন অভিযুক্তের নাম রাহুল রহমান, সহিদুল হক ও রতন বর্মন। তাঁদের বাড়ি মাতালহাট এলাকাতেই। ২০ আগস্ট রাতে দিনহাটা থানার মাতালহাট এলাকায় কাপড় ব্যবসায়ী পরেশ চন্দ্র বর্মণের বাড়ির টিনের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতি করে ওই দুষ্কৃতিরা। পরেশ বাবুর হাত বেঁধে ব্যাপক মারধোর করা হয়। এছাড়াও ডাকাতদের হাতে আক্রান্ত ওই পরিবারের আরও দুই সদস্যের। ডাকাতি করা হয় ২২ হাজার টাকা নগদ, দুই লক্ষ টাকার সানার অলঙ্কার ও দুটি এন্ড্রয়েট মোবাইল। ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পরেশ বাবুকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পরেই পুলিশ ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে তদন্ত শুরু করে। মূলত ডাকাতি হয়ে যাওয়া দুই মোবাইলের সূত্র ধরেই তদন্তের কাজ শুরু করে পুলিশ। এরপরেই তাঁদের এই সাফল্য বলে মনে করা হচ্ছে। তবে পুলিশের তদন্তকারী অফিসারদের ধারনা ওই ডাকাতির ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছেন, তাই এদিন ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তুলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকিদেরও গ্রেপ্তার করতে চাইছে পুলিশ।

Developed by