Breaking
24 Dec 2024, Tue

নদীয়ার শান্তিপুর দ্বারিকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকারের প্যান্ডেল, ফ্লেক্স ব্যানার ছিড়লো দুষ্কৃতীরা ! চুরি গেলো ইন্টারনেট মোডেম

জেএনএফ ওয়েব ডেস্ক :-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিকানাথ বিদ্যালয়ে, দুয়ারে সরকারের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন আজ।দূরত্ববিধি কে মান্যতা দিতে, স্কুলের সামনের মাঠে, আয়োজিত হয়েছে দুয়ারী সরকার। গতকাল দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে প্যান্ডেলের কাপড় ছিড়ে, লন্ডভন্ড করেছে। চুরি গেছে ইন্টারনেট কানেকশনের মোডেম। আজ সকালে দুয়ারের সরকারের বিভিন্ন কাউন্টারের সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ানরা এসে প্রথম লক্ষ্য করেন। গোটা বিষয়টি ভিডিও কে জানানোর পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পৌঁছায় ঘটনাস্থলে। পঞ্চায়েত সদস্যদের নিয়ে ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন । কে বা কারা করেছে তা জানতে না পারলেও, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অপকর্ম বলেই জানিয়েছেন আমাদের। তবে তারা এ বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প পেতে রোহিত পুরুষ-মহিলা লাইনে দাড়িয়েছেন তবে, ইন্টারনেট কানেকশন এবং প্যান্ডেলের পুনঃনির্মাণের জন্য বেশ কিছুটা সময় লাগার কারণে সমগ্র প্রক্রিয়া ব্যাঘাত ঘটতে পারে বলে অনুমান করছেন সরকারি প্রতিনিধিরা।

Developed by