Breaking
24 Dec 2024, Tue

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে যুবক কে খুন স্বামীর

জেএনএফ ওয়েব ডেস্ক :-   স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ। যুবক কে নাগালে পেয়ে জামাই বাবুকে সঙ্গে নিয়ে চোখ খুবলে নৃশংস ভাবে খুন করলো স্বামী। জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর এলাকার ঘটনা। ঘটনায় মহিলার স্বামী এবং জামাই বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সুকান্ত নগর এলাকার বাসিন্দা পরেশ বর্মনের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্থানীয় যুবক রাজা বসাক। স্ত্রীকে নিয়ে জামাই বাবু দীনেশ বর্মনের বাড়িতে থাকতেন পরেশ। রাজা বসাকের সাথে স্ত্রীর সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিলো। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সাথে দেখা করতে রাজা বসাক বাড়িতে এলে তাকে ঘরের ভেতর আটকে দেয় পরেশ। এরপর জামাই বাবুকে সঙ্গে নিয়ে রাজা বসাক কে কুপিয়ে খুন করে। চোখ খুবলে,হাত দু টুকরো করে দেয় বলে অভিযোগ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। ঘটনায় পরেশ বর্মন ও তার জামাই বাবু দীনেশ বর্মন কে গ্রেফতার করেছে পুলিশ।

Developed by