Breaking
24 Dec 2024, Tue

বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সভা নম সুদ্র বিকাশ পরিষদের

জেএনএফ ওয়েব ডেস্ক :-বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সভা করলো নম সুদ্র বিকাশ পরিষদ। বৃহস্পতিবার এই বিক্ষোভ মিছিল গোটা মাথাভাঙ্গা শহরে পরিক্রমা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নমশুদ্র ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, রাজ্য সম্পাদক নারায়ণ পোদ্দার, জেলা সভাপতি গৌরাঙ্গ সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।
এই বিষয়ে নমশুদ্র ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তাদের এদিন এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। উত্তরবঙ্গে তারা আর রতক্ষয়ী আন্দোলন করতে দেবে না।বাংলা ভাগ নিয়ে যতদিন চক্রান্ত বন্ধ করা না হবে ততদিন তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করবে। শরীরে এক বিন্দু রক্ত থাকতে তারা বাংলা ভাগ হতে দেবে না বলে জানিয়েছেন।

Developed by