জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি গভমেন্ট মেডিকেল কলেজের নবনিযুক্ত প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন প্রফেসর প্রবীর দে। বৃহস্পতিবার তাকে নিয়ে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর একটি বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক, উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর প্রমুখ। এদিন প্রফেসর প্রবীর দেকে নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জলপাইগুড়ি সদর হাসপাতালের অস্থায়ী মেডিকেল কলেজের বিভিন্ন কক্ষগুলি ঘুরে দেখেন। ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, প্রিন্সিপালের অফিসটির জায়গা বাছাই করাই এখন সবচেয়ে বড় কাজ। কোন জায়গায় প্রিন্সিপাল বসবেন, কোথা থেকে তিনি কাজ করবেন সে বিষয়ে খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।