Breaking
24 Dec 2024, Tue

ডুয়ার্স সফরকে আকর্ষণীয় করে তুলতে ভারতীয় রেলের নতুন পদক্ষেপ চালু হচ্ছে ” ভিস্তা ডোম কোচ “

জেএনএফ ওয়েব ডেস্ক :-ডুয়ার্স সফরকে এবার আরও আকর্ষণীয় করে তুলতে চলছে ভারতীয় রেল। মুম্বাই থেকে পুনে রুটের মতন এবার শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার রুটেও শুরু হতে চলেছে এই ভিস্তা ডোম কোচ। শনিবার থেকে শতাব্দী এক্সপ্রেসের দুটি বাতানুকুলিত কোচ, ২ টি চেয়ারকার ও ১ টি ভিস্তাডোম কোচ নিয়ে যাত্রা শুরু করবে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাত্রা শুরু করবে এই ট্রেন । জানা গেছে এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭:২০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে উত্তরবঙ্গের ডুয়ার্স পার্বত্য ও ঘন অভয়ারণ্যের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার পর্যন্ত 168 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গিয়েছে এই কোচ। শিলিগুড়ি থেকে সেভক, চালসা, মাদারিহাট, রাজা ভাত খাওয়া স্টেশন হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত যাবে ট্রেন। এই কোচে থাকা বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবে যাত্রীরা। এই কোচে রয়েছে বড়ো জানালা এবং ছাদও রয়েছে কাঁচের। 44 টি করে উন্নতমানের বসার সিট রয়েছে এবং 360 ডিগ্রি ঘুরতে পারবে সিটগুলি।  যাতে সেখানে থাকা যাত্রীরা পরিবেশের সৌন্দর্য স্বাচ্ছন্দে উপভোগ করতে পারে। মাথা পিছু ভাড়া ঠিক করা হয়েছে ৭৭০ টাকা করে। ৩০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন পাশাপাশি পর্যটকদের মনরঞ্জনেরও ব্যবস্থা থাকবে এই যাত্রায়।

Developed by