Breaking
25 Dec 2024, Wed

জমি সম্পত্তি বিবাদের জের বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে মেরে করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার  অভিযোগ স্ত্রী সহ দুই ছেলের

জেএনএফ ওয়েব ডেস্ক :-জমি সম্পত্তি বিবাদের জের বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ স্ত্রী সহ দুই ছেলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে আক্রান্ত আরও 5 জন। ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর এলাকায়। গতকাল রাত্রি দশটা নাগাদ ওই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস তার স্ত্রী সহ দুই ছেলের সাথে জমি সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপর দুই ছেলে ও তার স্ত্রী রবীন্দ্রনাথ বিশ্বাস কে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। রবীন্দ্রনাথ বাবু প্রতিবাদ করলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে দুই ছেলে ও তার স্ত্রী। প্রাণে বাঁচতে তার ভাইপদের ডেকে নিয়ে আসে  ভাইপোরা প্রতিবাদ করলে একই ঘটনা ঘটে ভাইপো দের সাথে। অভিযোগ রবীন্দ্রনাথের স্ত্রী ও তার দুই ছেলে দুই কাকা ও তার জেঠিমাকে বেধড়ক মারধর করে। প্রত্যেকেই আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান রবীন্দ্রনাথ বিশ্বাস।

Developed by