Breaking
25 Dec 2024, Wed

প্রাইমারি টেট উত্তীর্ণ টেট নট ইনক্লুডেড একতা মঞ্চের ডাকে কৃষ্ণনগর বিদ্যাসাগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি

জেএনএফ ওয়েব ডেস্ক :-যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই রাজ্য সরকার নিয়োগ করুক এই দাবিতে নদীয়া কৃষ্ণনগর বিদ্যাসাগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রাইমারি টেট উত্তীর্ণ ট্রেড নট ইনক্লুডেড একতা মঞ্চের। এদিন কৃষ্ণনগর বিদ্যাসাগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েও প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে না। আমাদের দীর্ঘদিনের যন্ত্রনা থেকে মুক্তি দিক রাজ্য সরকার। 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কোনরকম নিয়োগ নেই, আমরা আজ এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ না করে তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাটবো।

Developed by