Breaking
24 Dec 2024, Tue

রানাঘাট পৌরসভার ১৩টি ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচী চালু

জেএনএফ ওয়েব ডেস্ক :-রানাঘাট পৌরসভার পরিচালনায় দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকারের উদ্বোধন হলো বুধবার।রানাঘাটে ২০ টি ওয়ার্ডের মধ্যে এর আগেই ১৩টি ওয়ার্ডে চালু হয়েছিল দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের কর্মসূচি। আজ রানাঘাট পূর্বপাড়ের নাসরা স্কুলে ৭টি ওয়ার্ডের দুয়ারে সরকারের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের পদাধিকারী বর্ণালী দে সহ আরো অনেক বিশিষ্টজন।রানাঘাট পৌরসভার দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকারের পরিষেবা পাবেন ৭টি ওয়ার্ডের নাগরিকরা। পশ্চিমবঙ্গের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার।লক্ষী ভান্ডার প্রকল্পের  প্রকল্পের জন্য রানাঘাট নাসরাস্কুলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Developed by