Breaking
25 Dec 2024, Wed

রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

জেএনএফ ওয়েব ডেস্ক :– রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার সকালের ঘটনা। জানা গিয়েছে সদর ব্লকের রায়পুর চা বাগানে বছর ১৮”র সমীর মুন্ডা প্রচন্ড জ্বর নিয়ে ভর্তি হন এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে জানা যায়, সে করোনা পজেটিভ। হাসপাতাল কর্তৃপক্ষ 102 এর অ্যাম্বুলেন্সে কোভিড হাসপাতালে পাঠানোর চেষ্টা করলেও তা বিফল যায় বলে খবর। কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। ফলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনসহ রায়পুর চা বাগানে এলাকার বাসিন্দারা। ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তরতাজা কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে পাতকাটা অঞ্চলের প্রধান, প্রধান হেমব্রম বলেন, হাসপাতালের অসহযোগিতার ফলেই আজ সমীরের মৃত্যু হল। এর জন্য দায়ী হাসপাতাল সুপার ও ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলে অভিযোগ তার। রোগীকে কোভিড হাসপাতালে নেওয়ার জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেনি হাসপাতাল কতৃপক্ষ বলে অভিযোগ। ঘটনাস্থলে সুপার না আসা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি বলে জানা গিয়েছে।

Developed by