Breaking
25 Dec 2024, Wed

ভুয়ো রাজবংশী স্কুলের নাম সরকারি ভাবে নথিভুক্ত করার অভিযোগে বিক্ষোভ কোচবিহারে

জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিন থেকে চলা স্কুল গুলোকে বাদ দিয়ে নতুন করে খোলা রাজবংশী ভাষার প্রাথমিক স্কুল গুলোকে সরকারি ভাবে নথিভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ। আজ ওই সংগঠনের সাথে যুক্তদের নিয়ে মিছিল করে কোচবিহার জেলা শাসকের দফতরে আসেন নেতৃত্বরা। পরে জেলা শাসককে স্মারকলিপি দিয়ে ওই সংগঠনের পক্ষে অভিযোগ করে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজবংশী প্রাথমিক স্কুলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজবংশী ভাষা একাডেমী ওই ভাষায় দীর্ঘ সময় ধরে চলা প্রাথমিক স্কুল গুলোকে সরকারি ভাবে নথিভুক্ত না করে কিছু ভুয়ো স্কুলের নাম নথিভুক্ত করছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগেই রাজবংশী ভাষার স্কুল গুলোকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সম্প্রতি রাজবংশী ভাষা সহ বেশ কিছু ভাষার স্কুল খুব দ্রুত চালু করা হবে বলে জানান। এরপরেই রাজবংশী ভাষা একাডেমী স্কুল গুলোর নাম নথিভুক্ত করার জন্য তৎপর হয়। কিন্তু বহু স্কুলের নাম ওই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। এদিন সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ স্মারকলিপি প্রদান বলে মনে করা হচ্ছে। তবে এনিয়ে ভাষা একাডেমীর দায়িত্ব থাকা কারুর ব্যক্তব্য পাওয়া যায় নি।

Developed by