Breaking
25 Dec 2024, Wed

করোনা ভ্যাক্সিন সেন্টারে নিরাপত্তার দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ স্বাস্থ্য কর্মীরা

জেএনএফ ওয়েব ডেস্ক :-এবার করোনা ভ্যাক্সিনেশন কেন্দ্র গুলোতে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন মহিলা স্বাস্থ্য কর্মীরা। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে নিরাপত্তা সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে স্মারকলিপি দেন মহিলা স্বাস্থ্য কর্মীরা। সম্প্রতি কোচবিহার জেলায় একাধিক ভ্যাক্সিনেশন সেন্টারে ভ্যাক্সিন না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় স্বাস্থ্য কর্মীদের। শুধু তাই নয়, গতকাল মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভ্যাক্সিন না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই এদিন কোচবিহার জেলা শাসকের দফতরে এসে নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান মহিলা স্বাস্থ্য কর্মীরা।
তাঁদের আরও অভিযোগ, এক সময় স্বাস্থ্য দফতর ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়ার উপড়ে নজর রাখত। কিন্তু বর্তমানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে করোনা ভ্যাক্সিন দেওয়ার কাজ চলছে। প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করা হচ্ছে। ফলে সেখানে যেতে সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। দুপুরে টিফিনের ব্যবস্থা থাকছে না। ফলে অনেক সময় অভুক্ত অবস্থায় কাজ করতে হচ্ছে। ভ্যাক্সিনের জন্য সময় মত সকলে না পৌঁছালেও ফোন করে বা লোক পাঠিয়ে ডেকে এনে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই সন্ধ্যার পরেও কাজ করতে হচ্ছে। এভাবে কাজ করতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে বা অন্য কোন কারণে অসুস্থ হয়ে পড়ছেন। ফলে দিন দিন কর্মী সংখ্যা কমছে চাপ আরও বেড়ে যাচ্ছে ডিউটিতে থাকা স্বাস্থ্য কর্মীদের। এমত অবস্থায় নিরাপত্তার পাশাপাশি চাপ কমানোর দাবিও জানানো হয়েছে স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে।

Developed by