Breaking
25 Dec 2024, Wed

তৃণমূল ছাত্র পরিষদের সভা ঘিরে  করোনাবিধি জলাঞ্জলি জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক:- তৃণমূল ছাত্র পরিষদের সভা ঘিরে একপ্রকার করোনাবিধি জলাঞ্জলি জলপাইগুড়িতে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু অত্যধিক ভিড়ে একপ্রকার করনাবিধি ভেস্তে গেল এ দিন। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহার অনুপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে সৈকত চট্টোপাধ্যায় বলেন, অভিজিৎ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তার এনিয়ে জেলার অন্যান্য জায়গাতেও  অনুষ্ঠানের দায়িত্ব রয়েছে। তাই তিনি আসতে পারেননি। তার হয়ে  তৃণমূল ছাত্র পরিষদের শহর ব্লক  সভাপতি উপস্থিত আছেন। নারায়নী সেনাদের ভুল বুঝিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কথা বলছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয়  দুই প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও জন বারলার বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেন সৈকত।উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক তথা জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর ত্রিনাথ দাস, কোচবিহারের কো-অর্ডিনেটর সৌভিক রায়, শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুবব্রত চৌধুরী প্রমুখ।

Developed by