Breaking
25 Dec 2024, Wed

নদীয়ার কৃষ্ণগঞ্জের নালুপুরে দিনে দুপুরে চাকুর আঘাত ঝালমুড়ি বিক্রেতাকে

জেএনএফ ওয়েব ডেস্ক :-ছেলের পাপে বাবাকে চাকু ।  নদীয়া ।নদীয়ার কৃষ্ণগঞ্জের নালুপুরে দিনে দুপুরে চাকুর আঘাত ঝালমুড়ি বিক্রেতা বাগানে বিশ্বাস কে । প্রতিদিনের ন্যায় আজকেও মাজদিয়ার নাঘাটার এই ব্যাবসায়ী ঝালমুড়ি বিক্রি করতে যান ।সেই সময় শাকদহের যুবক দিলিপ সর্দার বাগানে বিশ্বাস কে গলায় চাকু চালিয়ে দেয় । মুহুর্তের মধ্যে রাস্তায় রক্তাক্ত অবস্থায়লুটিয়ে পড়ে বাগানে বাবু । চিৎকার চেঁচামেচি শুরু হয় , গ্রাম বাসীরা ছুটে আসে । উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে য়ায় । অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শক্তি নগর জেলা হাসপাতালে পাঠায় । অপরদিকে দিলিপ সর্দার পালানোর চেষ্টা করে । গ্রাম বাসীরা ছুটে আসেন ও হাতেনাতে ধরা পড়ে । গ্রাম বাসীরা দিলিপ সর্দারকে বেঁধে রাখে । কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় এলাকাবাসী । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কে গ্রেপ্তার করে । প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে বাগানে বিশ্বাসের ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয় দিলিপ সর্দারের স্ত্রীর । ছেলেকে না পেয়ে বাবাকে চাকু মারে দিলিপ সর্দার ।রাগবশত এই ঘটনা ঘটাতে পারে । তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।

Developed by