জেএনএফ ওয়েব ডেস্ক :-ভ্যাকসিন নিয়ে বঞ্চনার শিকার হতে হচ্ছে। ভ্যাকসিন পর্যাপ্ত না থাকায় সাধারণ মানুষের কাছে নির্যাতনের শিকার হতে হচ্ছে আমাদের। এই দাবিতেই রাজ্যের পাশাপাশি এদিন নদীয়ার কৃষ্ণনগর সিএমএইচ দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আসা কর্মীদের দাবি পর্যাপ্ত ভ্যাকসিনের পরিষেবা না থাকার কারণে পঞ্চায়েত থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হচ্ছে আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষের একটাই দাবি, ভ্যাকসিন কেন পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না যার কারণেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের পড়তে হয়। এভাবে যদি বেশিদিন চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের পরিষেবায় কাজ করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। আজ রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আন্দোলন কর্মসূচি পাশাপাশি জেলার সিএমএইচ দপ্তরের অবস্থান-বিক্ষোভ করি এছাড়াও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দিয়। আমাদের দাবি, অবিলম্বে ভ্যাকসিনের পরিষেবা পর্যাপ্ত করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে আমরা হাঁটবো।