জেএনএফ ওয়েব ডেস্ক:- জলপাইগুড়িতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতল ও নাইট শেল্টার মিলিয়ে মোট ১৩ জন রোগী ভর্তি রয়েছেন। মঙ্গলবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। তিনি বলেন, জেলার বিভিন্ন সেফ হাউজের ৬৬৮ টি বেড এখন ফাঁকা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতেই কোভিড আক্রান্তর সংখ্যা বেশি। বাকি সব জেলাগুলোতে নিয়ন্ত্রণে রয়েছে কোভিড। জলপাইগুড়ি গভমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিস এখনো ঠিক না হলেও সার্বিক প্রস্তুতি অনেক এগিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অক্সিজেন জলপাইগুড়ি অক্সিজেন প্ল্যান্ট কিছুদিন খারাপ থাকলেও তা ঠিক করার কাজও শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান ডক্টর রায়।