Breaking
1 Nov 2024, Fri

নদীয়াতে নিজের বাড়ি ফিরে আফগানিস্থানের থাকার সময়  আতংকের কথা জানালেন তাপস

জেএনএফ  ওয়েব ডেস্ক :-কাবুলে ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটছিল, যখন কাবুল থেকে কাতারে নিয়ে আসা হল তখন নিজেকে অনেকটাই স্বাভাবিক বলে মনে হচ্ছিল। নদীয়ার তাহেরপুর এ নিজের বাড়িতে ফিরে এসে চোখে মুখে চাপা আতঙ্ক নিয়ে বললেন তাপস কুন্ডু। উল্লেখ্য আফগানিস্তান এখন তালিবানদের দখলে। আফগানিস্তানের একাধিক নাগরিক ভয়ে আতঙ্কে দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভারতবর্ষের বহু মানুষ আফগানিস্তানের কাজ করেন। নদীয়ার তাহেরপুরের বাসিন্দা তাপস কুন্ডু দীর্ঘ উনিশ বছর ধরে আফগানিস্তানের রয়েছেন। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি। নিম্নবিত্ত পরিবারের হওয়ায় সংসার চালানোর তাগিদে জীবনের বেশিরভাগ সময় আফগানিস্তানের কাটাতে হয়েছে তাকে। বেশ কয়েকবার নিজের বাড়িতে এসেছেন। কিন্তু এবারের বাড়ি ফেরা পুরোটাই আলাদা। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তাপস কুন্ডু বলেন, যতক্ষণ কাবুলে ছিলাম নিজের জীবনের ওপর আর ভরসা রাখতে পারছিলাম না। যখন আমাদের কাবুল থেকে কাতারের নিয়ে যাওয়া হলো তখন নিজেকে অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল।

Developed by