জেএনএফ ওয়েব ডেস্ক :-চলতি শিক্ষাবর্ষ থেকে নবগঠিত উত্তর 24 পরগনার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম শুরু করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে। ক্লাস শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক তপন কুমার বিশ্বাস আজ নদীয়ার কল্যাণীর কাছে মদনপুরে তাঁর বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আপাতত বাংলা, ইতিহাস, এডুকেশন এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন এই চারটি বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রম শুরু করা হবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ টি করে আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরি না হওয়া পর্যন্ত ঠাকুরনগরের পি আর ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ে প্রাথমিকভাবে ক্লাস হবে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও ত্রিপুরা, আসাম এবং রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে বিশিষ্ট শিক্ষকরা আপাতত ক্লাস নেবেন বলে তিনি জানান।