Breaking
23 Dec 2024, Mon

দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা অভিজিৎ ঘোষ আফগানিস্তান থেকে বাড়ি ফিরল


জেএনএফ ওয়েব ডেস্ক  :- নদিয়ার কৃষ্ণনগরের এক পরিবারের একমাত্র সন্তান অভিজিৎ ঘোষ বাড়ি ফিরলো আজ! আফগানিস্থানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতো সে , প্রবল উৎকণ্ঠায় ছিল পরিবারের সদস্য সহ এলাকাবাসী। আজ সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে প্রশাসনিক তত্ত্বাবধানে বাড়ি ফিরল সে। তবে বাড়ি ফিরেই, তার একটাই প্রশ্ন, পরিবার নিয়ে এবার খাব কি! রাজ্য হোক বা কেন্দ্রের মধ্যে কাজের ব্যবস্থা না থাকলে এ ধরনের সমস্যা চলতে থাকবে আবারো। কাজের ব্যবস্থা ছিল না তাইতো যেতে হয়েছিল ভিনদেশে। সকলকে বাড়ি ফেরারনোর জন্য সচেষ্ট সরকার তেমনি তৎপর হোক তাদের কাজের ব্যবস্থার জন্যও।

Developed by